মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নুসরাত জাহান—শুক্রবার (৪ জুন) সকাল থেকে এ খবরে সয়লাব টলিপাড়া। দিন গড়াতে জানা গেল, নুসরাত জাহান ১ মাসের অন্তঃসত্ত্বা।
এসব খবরে টলিপাড়া যখন টালমাতাল, ঠিক তখন মুখ খুলেছেন নুসরাতের স্বামী নিখিল জৈন। তার দাবি এ সন্তান তার নয়। নিখিলের ভাষায়—‘এ বিষয়ে আমি কিছুই জানি না। নুসরাতের সঙ্গে দীর্ঘদিন আমার কোনো সম্পর্ক নেই। এ থেকেই স্পষ্ট হয়ে যায় যে এই সন্তান আমার নয়।’