1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
বাজেট ২১-২২ অর্থবছর - Songbadjogot.com
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১২:৩১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

বাজেট ২১-২২ অর্থবছর

দিনারুল ইসলাম সিকদার
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুন, ২০২১
  • ১৭৭ বার ভিউ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৩ জুন ২০২১-২০২২ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন যার আকার ৬,০৩,৬৮১ কোটি টাকা।যেখানে আয় দেখানো দেখানো হয়েছে ৩,৮৯,০০০ কোটি টাকা।এবারের বাজেটও বরাবরের মতোই ঘাটতি বাজেট।এখানে ঘাটতি ২,১৪,৬৮১ কোটি টাকা।এখন মূল প্রশ্ন হচ্ছে এ বছরের বাজেট আসলে সাধারণ জনগণের উপর কি প্রভাব ফেলতে পারে।
আমাদের লাভ লোকশান হিসাবের আগে,আগে হিসাব কি সেটা বোঝা জরুরি। আমরা আমাদের চারপাশে প্রায় শুনি নতুন বাজেট প্রস্তাবিত হয়েছে এর মানে জিনিস পত্রের দাম বাড়া বা সোজা কথায় ভ্যাট বাড়া।কিন্তু আসলে বাজেট কি সেটা আমাদের দেশের মোট জনসংখ্যার কত ভাগ মানুষ জানে সেটা নিয়ে আমাদের চিন্তা করা উচিৎ। আপনি যাদের পরিচালনার বাজেট দিবেন তাদের আগে বোঝা জরুরি বাজেট আসলে কি।
আমরা আমাদের যে যার সংসার পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করি যার মধ্যে আমাদের আয় ব্যয় থাকে।আমরা কতটুকু আয় করি তার উপর নির্ভর করে আমরা কতটুকু খরচ করব।সোজা কথায় আয় হিবাসে ব্যয় করি।কিন্তু ব্যক্তি এবং দেশ পরিচালনার মধ্যে একটি মৌলিক পার্থক্য রয়েছে।ব্যক্তি আয় হিসাব করে ব্যয় করে এবং দেশ করে ঠিক তার উল্টো। আগে হিসাব হয় ব্যয় এরপর আয়।
এখন আমাদের দেখতে হবে সরকার আসলে কোথায় কোথায় ব্যয় করার পরিকল্পনা করছে এবং এই অর্থ গুলো আসলে কোথা থেকে আসবে।
শুরুতেই ব্যয়ের শীর্ষ পাঁচটি খাতে আছে ১)শিক্ষা ও প্রযুক্তি, যার ব্যয় ধরা হয়েছে ৯৪,৮৭৫ কোটি টাকা।
২)পরিবহন এবং যোগাযোগ,যার ব্যয় ধরা হয়েছে ৭০,৮৪৭ কোটি টাকা।
৩)সুদ,ব্যয় ধরা হয়েছে ৬৮,৬০৯ কোটি টাকা।
৪)জনপ্রশাসন ৪৬,১৬২ কোটি টাকা।
৫)স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন,যার ব্যয় ধরা হয়েছে ৪২,১৮৯ কোটি টাকা।
এখন আমরা দেখি সরকারের আয়ের শীর্ষ পাঁচ খাত।
১)মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট হিসাবে ১,২৭,৭৪৫ কোটি টাকা।
২)আয় এবং মুনাফা থেকে কর ১,০৪,৯৫২ কোটি টাকা।
৩)সম্পূরক শুল্ক ৫৪,৪৬৫ কোটি টাকা।
৪)কর ব্যতীত রাজস্ব ৪৩,০০০ কোটি টাকা।
৫)আমদানি শুল্ক ৩৭,৯০৭ কোটি টাকা।
এর বাইরে আরো অন্যান্য খাত আছে যেখানে সরকার ব্যয় করবে (কোটি হিসাবে) যেমন ভর্তুকি ও প্রোণোদনা(৩৫,১৩৬),
প্রতিরক্ষা(৩৩,১১৮),
স্বাস্থ্য(৩২,৭২৫),
সামাজিক কল্যাণ ও নিরাপত্তা(৩০,৩১৭),
পেনশন ও গ্র‍্যাচুইটি(২৮,২০৯),
জনশৃংখলা ও নিরাপত্তা(২৮,১৮৮),
জ্বালানি ও বিদ্যুৎ(২৭,৪৮৪)
কৃষি (২১,৮১২) এবং অন্যান্য(৪৪,০১০)
এবং অন্যান্য যেসব খাত থেকে সরকার আয় করবে (কোটি টাকা হিসাবে)
এনবিআরের বাইরের কর (১৬,০০০)
এনবিআরের অন্যান্য আদায় (৪,৯৩১)
(সুত্র : জাতীয় বাজেট ২০২১-২০২২)
উপরের তথ্য গুলো যদি ভালোভাবে উপলব্ধি করা যায় তাহলে বুঝতে আসলে অসুভিধা হবে না যে,দেশে এই করোনা পরিস্থিতির মধ্যেও করে কোনো ছাড় নেই।যার মানে মধ্যবিত্ত এবং গরিব শ্রেণির মানুষের আরো এক বেলা না খেয়ে থাকার প্রবণতা বৃদ্ধি। করোনার আগে দেশে গরিবের সংখ্যা ২০ ভাগে নামিয়ে আনলেও এখন দেশের গরিবের সংখ্যা সম্পর্কে সরকারের কোনো হিসেব-ই নেই। নতুন গরিব হয়েছেন কত শতাংশ মানুষ তার কোনো হিসাব নেই।নতুন বাজেটে বড় ব্যবসায়ীরাই লাভবান হবেন।পুরোপুরি ক্ষতিগ্রস্ত উদ্দোক্তারা।সাধারণ মানুষের জন্য বাজেটে কিছু নেই।প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে সিপিডি বলেছে,বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কাংখিত বরাদ্দ বাড়েনি।
বলা যায় এবার বাজেট শুধুই ব্যবসাবান্ধব।
দেশের সবার প্রতি সমান সুবিধা যদি সরকার না দিতে পারে জিডিপি বাড়ার সুযোগ কমে যাবে।দেশের অর্থনীতির চাকা ঠিক রাখতে সবাইকে-ই সমান সুযোগ দেওয়া খুব দরকার।উদ্দোক্তাদের উদ্ভুদ্ধ করা এবং তাদের সহযোগিতা করলেই কেবল দেশের বেকারত্ব সমস্যা দূর করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর