আগামী সপ্তাহ থেকে ব্যাংক এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডারদের মধ্যে আন্তঃলেনদেন চালু করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।। এ পদ্ধতি চালুর ফলে ব্যাংক থেকেও সব মোবাইল ব্যাংকিং সেবায় টাকা পাঠানো যাবে। আবার বিকাশ, রকেট, এমক্যাশ ও ইউক্যাশের মতো প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে টাকা লেনদেন করতে পারবে।
মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস ও ব্যাংকের মধ্যে এ আন্তঃলেনদেনকে ইন্টার অপারেবল বলে সম্বোধন করেছে বাংলাদেশ ব্যাংক।
প্রজ্ঞাপনে ব্যাংক থেকে এমএফএসে এবং এমএফএস থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ফি সুনির্দিষ্ট করে দেয়া হয়েছে। এতে বলা হয়, ইন্টারঅপারেবল ব্যবস্থা বাস্তবায়নের প্রথম ধাপে এক এমএফএস হিসাব হতে অন্য এমএফএস হিসাবে, এমএফএস হিসাব হতে ব্যাংক হিসাবে এবং ব্যাংক হিসাব হতে এমএফএস হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে লেনদেনকারী প্রতিষ্ঠানসমূহের মধ্যে ইন্টারচেঞ্জ ফি প্রযোজ্যের হার হবে:
সার্কুলারে আরও উল্লেখ করা হয়: এক এমএফএস প্রোভাইডারের হিসাব থেকে অন্য এমএফএস প্রোভাইডারের (পি-টু-পি) হিসাবে অর্থ স্থানান্তরের ক্ষেত্রে প্রাপক এমএফএস প্রোভাইডার প্রেরক এমএফএস প্রোভাইডারকে সাকুল্যে লেনদেনকৃত অর্থের ০.৮০% বা এক হাজারে ৮ টাকা ফি প্রদান করবে। ব্যাংক হিসাব থেকে এমএফএস হিসাবে এবং এমএফএস হিসাব থেকে ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের উভয় ক্ষেত্রেই সংশ্লিষ্ট এমএফএস প্রোভাইডার ও সংশ্লিষ্ট ব্যাংককে সাকুল্যে লেনদেনকৃত অর্থের ০.৪৫% বা এক হাজারে ৪ টাকা ৫০ পয়সা ফি প্রদান করবে এবং আন্তঃলেনদেন লেনদেনে অংশগ্রহণকারী ব্যাংক ও এমএফএস, গ্রাহক পর্যায়ে বিদ্যমান লেনদেন ফি’র অতিরিক্ত কোনো চার্জ ধার্য করতে পারবে না। আন্তঃলেনদেন ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক/এমএফএস হিসাবের প্রকরণ অনুসারে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে।
ইন্টারঅপারেবল লেনদেনের জন্য অংশগ্রহণকারী ব্যাংক ও এমএফএস গ্রাহক পর্যায়ে বিদ্যমান লেনদেন ফি-এর অতিরিক্ত কোন চার্জ ধার্য করতে পারবে না। ইন্টারঅপারেবল ব্যবস্থায় লেনদেনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংক বা এমএফএস হিসাবের প্রকরণ অনুসারে নির্ধারিত লেনদেন সীমা প্রযোজ্য হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।