নেত্রকোনার পূর্বধলায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধ
নেত্রকোনা প্রতিনিধিঃ ইকবাল হাসান
-
আপডেটের সময় :
রবিবার, ৬ জুন, ২০২১
-
১৩৭
বার ভিউ
নেত্রকোনা প্রতিনিধিঃ ইকবাল হাসান, জীবনের নিরাপত্তায় শ্যামগঞ্জ টু দুর্গাপুর বিরিশিরি রোডে অনিয়ন্ত্রিত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী দাবি মোদের একটাই নিরাপদ সড়ক চাই শ্যামগঞ্জ বাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সুমেশ্বরী নদীর বালু ও নুড়ি পাথরবাহী ট্রাক চলাচল বন্ধের দাবী জানানো হয়।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। এতে বক্তব্য রাখেন, নিরাপদ শ্যামগঞ্জের সমন্বয়কারি মো. মারিয়াম জামান সোহান, সদস্য সচিব জীবন হোসেন শাওন, সমাজকর্মী বেলাল হোসেন খান, শেখ সালাহ উদ্দিন শিক্ষক মাকমুদুল, গোবিন্দ বনিক, আল আমীন, শিক্ষার্থী অঙ্গন পাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বেপরোয়া ট্রাক চলাচল ও অদক্ষ চালকের কারণে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দূর্ঘটনা। প্রাণ হারাচ্ছে শত শত পথচারী।
নিয়মনীতির তুয়াক্কা না করেই অতিরিক্ত ভিজা বালুবোঝাই ট্রাক বেপরোয়া চলাচল করা দূর্ঘটনার অন্যতম কারণ।
Please Share This Post in Your Social Media
এই বিভাগের আরও খবর