রাজবাড়ী জেলা প্রতিনিধি: এম এম তাজভীর আলমগীর আল আরাফ
আপডেটের সময় :
সোমবার, ৭ জুন, ২০২১
১৩৬
বার ভিউ
রাজবাড়ী জেলা প্রতিনিধি: এম এম তাজভীর আলমগীর আল আরাফ রাজবাড়ীর গোয়ালন্দে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া গ্রামের মৃত লোকমান আলী শেখের ছেলে। গতকাল শনিবার দিবাগত রাতে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, ২০১৭ সালের এক মাদক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন রাজবাড়ী জেলা দায়রা জজ আদালত। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নজরুল ইসলাম একজন মাদক কারবারি। গ্রেপ্তারের পর আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।’