মাতার বাড়ী ও ধলঘাটা ইউনিয়ন প্রতিনিধিঃ আবুল কাশেম *ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবের পর ২-৩ দিন আকাশ ছিল রৌদ্রময়।কিন্তু তারপর থেকে আবার শুরু হয় বজ্রপাতে ভরা আকাশ নিয়ে ভারী বৃষ্টি। এমতাবস্থায় আজ রবিবার(৬ জুলাই) বিকাল ৫ঘটিকার সময় কক্সবাজার জেলার,মহেশ খালী উপজেলার,কালামার ছড়া ইউনিয়নে অফিস পাড়া এলাকায় জাইয়ান সুলতানা সুমাইয়া(৪) নামের এক কন্যা শিশুর পাহাড় ধসে মৃত্যু হয়েছে। নিহত জাইয়ান সুলাতানা সুমাইয়া ঐ এলাকার স্থানীয় বাসিন্দা জনাব, মোহাম্মদ শাহজাহান টিপুর মেয়ে। স্থানীয় কালামারছড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য জনাব, মোজাম্মেল হক জানিয়েছেন,বিকালে বাড়ির পার্শ্ববর্তী পাহাড়ের পাদদেশে শিশু খেলা করছিলেন।এসময় পছন্ড বৃষ্টিতে হঠাৎ পাহাড় ধসে পড়লে শিশুটি মাটি চাপা পড়ে যাই।স্বজনরা অনেক খোজাখুজির প্রায় দেড় ঘন্টা পরে শিশুটিকে মাঠির নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়,,!!