মহেশখালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম,
৬ই জুন (রবিবার) বিকাল ৩ ঘটিকার সময় কক্সবাজার মুক্তিযোদ্ধা চত্বর স্টেডিয়ামে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব,জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের কক্সবাজার সদর উপজেলা বালিকা অনুর্ধ্ব ১৭ বনাম মহেশ খালি উপজেলা বালিকা অনুর্ধ্ব ১৭ এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টানটান উত্তেজনাপূর্ন খেলায় দুদলের লড়াই ছিল খুব প্রশংসনীয়।উভয়দল বারবার আক্রমণে এগিয়ে গেলেও,শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেননি।ফলে গোলশূন্য অবস্থায় খেলা শেষ হলে ট্রাইব্রেকারে গড়াই শিরোপা নির্ধারণীর লড়াই।
ট্রাইবেকারে কক্সবাজার সদর উপজেলা বালিকা ফুটবল দলকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাতে তুলে মহেশ খালি উপজেলা বালিকা ফুটবল দল।
এতে কক্সবাজার সদর উপজেলাকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মহেশ খালী উপজেলা বালিকা ফুটবল দল।