চট্টগ্রামে গতকাল বৃষ্টি তে জলাবদ্ধ হয়েছে নগরের অনেক এলাকা । গতকাল নগরীর ষোলশহর এলাকায় বৃষ্টির পানি জমে হয়ে গেছে কোমর থেকে বুক পর্যন্ত । এক মহিলা কে সেখানে বিব্রতকর অবস্থায় পড়তে দেখা গেছে ।
সাধারণ মানুষের জন্য এই ভোগান্তি নিত্যদিনের ঘটনা বলে জানান ঐ এলাকার এক বাসিন্দা ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৭নং ওয়ার্ড এর (নাম প্রকাশে অনিচ্ছুক) এক বৃদ্ধ লোক বলেন ” এই নাজেহাল অবস্থার শিকার আমরা সব জাগায় হয়ে থাকি কিন্তু বিশেষ করে বর্ষার দিন গুলো তে আমাদের ভোগান্তির মাত্রাটা বেড়ে যায় বহুগুণ ।
৭নং ওয়ার্ড এর উন্নয়নের বিষয়ে জানতে চাইলে রেলবিট এলাকার মোহসেনা মঞ্জিল এর বাসিন্দা জনাব মহিউদ্দিন সাহেব সংবাদ জগৎ কে জানান ” গত সিটি কর্পোরেশন নির্বাচনের আগে কিছু উন্নয়ন মুলক কাজ দেখেছিলাম কিন্তু এবার বর্ষার আগে নালা-নর্দমা গুলোতে ময়লা আবর্জনায় ভর্তি দেখেছি , এবং গতবারের তুলনায় এবার জলাবদ্ধতার হার বেশি লক্ষ করেছি । এর জন্য তিনি ব্যাবস্থাপনার ঘাটতি কে দোষারোপ করছেন ।
এসময় তিনি আরো বলেন ” লাগাতার ক্ষমতায় থাকলে যে রকম উন্নয়ন হওয়ার সেরকম কিছুই চোখে পরছে না বলে জানান তিনি ।
তবে জনগণের এই ভোগান্তির শেষ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দ্বায়িত্বশীল কর্মকর্তা গন ও জনপ্রতিনিধিরা এমনটাই মন্তব্য করেছেন সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা ।