সড়ক দুর্ঘটনায় কেড়ে নিলো শিশুর তাজা প্রাণ। লেবানন প্রতিনিধিঃ এ কে আজাদ। লেবানন বৈরুতে বারবির মাকাসসা হাসপাতাল এলাকায় সাবরা বাজারের সবজী ব্যবসায়ী খোরশেদ আলমের ৪ বছর বয়সের শিশু সন্তান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে। রবিবার রাত ৮:৩০ মিনিটে এই দূর্ঘটনা ঘটে।
নিহতের মা জানান, শিশুটি সহ সে নিজ বাসা থেকে অন্য এক বাসায় যেতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটা প্রাইভেট কারের নিচে পড়ে যায় তার শিশু সন্তান টি । তখন গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে শিশুটির মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে ।শিশুটির বাবা লেবাননে সুপরিচিত সাবরা বাজারে শাক সবজি বিক্রেতা খোরশেদ আলম। তার দেশে বাড়ি ঢাকা কামরাঙ্গীরচর।
এদিকে, শিশুটির অকাল মৃত্যুতে সাবরা বাজার ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তারা। তাছাড়া লেবাননস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়ে শিশুটির মরদেহ আইনী প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করতেও অনুরোধ জানান তারা।