প্রথম ধাপে মাতার বাড়ী ইউপিসহ ৩৭১টি ইউপি ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন গত ১১ই এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও,করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে,গত ১ই এপ্রিল থেকে সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
তারপর ২ই জুন(বুধবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব মোঃ হুমায়ন কবীর খোন্দকার স্থগিত থাকা প্রথম ধাপের মাতার বাড়ী ইউপি সহ ৩৭১টি ইউপি ১১পৌরসভা ও লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচন আগামী ২১ই জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানান।
কিন্তু আগামী ১৬ই জুন পর্যন্ত সরকার আবারো লকডাউন ঘোষণা করায় জনমনে নির্ধারিত সময়ে নির্বাচনের আশংকা দেওয়ায় বাংলাদেশ নির্বাচন কমিশন ৬ই জুন বিদ্যামান করোনা সংক্রমণ পরিস্থিতিতে লকডাউনের আওতা বহির্ভূত রেখে প্রথম ধাপের ৩৭১টি ইউপি সহ ১১টি পৌরসভা ও লক্ষ্মীপুর- ২ আসনের উপনির্বাচন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়,করোনা পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে নির্বাচনী এলাকা লকডাউনের আওতা বহির্ভূত রেখে নির্বাচন সম্পন্ন করা হবে।
তাই বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আগামী ২১জুন অনুষ্ঠিতব্য মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে।