মহেশ খালি উপজেলা প্রতিনিধিঃ আবুল কাশেম কক্সবাজার জেলার,মহেশ খালী উপজেলার,মাতার বাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড, সাইরার ডেইল শান্তিবাজারের পশ্চিমে বঙ্গোপসাগরে পাশে অবস্থিত গ্রামের নাম জেলে পাড়া।এই পাড়ার সকলে জেলে কাজ করে জীবন যাপন করে।এই জেলে কাজই যেন তাদের বেচে থাকার একমাত্র সম্বল।
কিন্তু বর্তমানে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকায় তারা মাছ ধরতে পারছেনা।তাই তারা জীবন ধারণ নিয়ে পড়ে কষ্টে।
আজ ৮ই জুন(মঙ্গলবার) বিকাল৩ ঘটিকার সময় জেলেদের মাঝে জেলে কার্ড বিতরণ করলেও,অনেক প্রকৃত জেলেই জেলে কার্ড পাইনি।তখন তারা কষ্ট নিয়ে মানববন্ধনের ডাক দেয়।হঠাৎ মানববন্ধনের ডাক দেওয়ার কারণে তারা কোনো ব্যানার সংগ্রহ করতে পারিনি।
এসময় তাদের সঙ্গে যোগ দেন মাতার বাড়ী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী জনাব রশিদ মিয়া।এসময় তিনি অসহায় জেলেদের পক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।
তিনি আজকে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করলেও,পরবর্তী যদি জেলেদের ন্যায্য প্রাপ্ত আদায় না হয়,তাহলে কঠোর আন্দোলনে ডাক দিবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
এর আগেও ঘূর্ণিঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই জেলে পাড়া এলাকা।তখন ও তাদের পাশে থেকে,তাদের সবাঙ্গীন সাহায্য করেছেন মেম্বার পদপ্রার্থী জনাব রশিদ মিয়া।