টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাগরদিঘী বাজারের প্রধান রাস্তা, ভরাডুবা রোডের ২’শ মিটার যা একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী, পথচারী ও এলাকার সাধারণ মানুষ। অবিলম্বে তারা রাস্তা সংস্কারের দাবি জানান।
বর্তমানে ২৫ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়কের কামালপুর থেকে সাগরদিঘী হয়ে গুপ্তবৃন্দবন পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলছে। কাজটি তদারকি ও তত্ত্বাবধান করছে ময়মনসিংহের ঠিকাদারী প্রতিষ্ঠান ভাওয়াল কন্সট্রাকশন। ইতিমধ্যে সড়কের প্রায় সম্পূর্ণ কাজ শেষ হওয়ার না কারণে সামন্য বৃষ্টি হলেই স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে সড়কটি যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। যার ফলে সাগরদিঘী-ঘাটাইল সড়ক, সাগরদিঘী-সখিপুর সড়ক, সাগরদিঘী-মধুপুর সড়ক এবং সাগরদিঘী-ভরাডোবা সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। যানজটের সৃষ্টি হয়ে ঘণ্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ অবস্থায় পাহাড়ি এলাকার কাঁঠাল, আনারসসহ নানা ফল ও সবজির মতো পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়তে হয় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের।
সড়কের নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়াজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী ফকরুদ্দিন বাচ্চু বলেন, বাজার এলাকার সড়কের যে অংশ বাকী আছে সে অংশের কাজ করা হবে ঢালাইয়ের মাধ্যমে। কিন্ত টেন্ডারে ঢালাই ধরা ছিল না। ঢালাইয়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়া যায়নি। অনুমোদান পেলেই কাজ শুরু করা হবে।