চট্টগ্রাম নগরীর বিভিন্ন যায়গায় যানজট এর বিষয় টা নতুন কিছু নয় তবুও ব্যবস্থাপনার ঘাটতি দেখা যায় প্রতিটা মোড়ে মোড়ে , নগরীর ষোলশহর এর ২নং গেট এলাকায় গেলে দেখা যায় তার কিছু চিত্র , যেখানে লেখা আছে নো পার্কিং সেখানেই সবচাইতে বেশি গাড়ি পার্কিং করা দেখা গেছে ।
আবার দেখা গেছে যেখানে সিটি সার্ভিস থামার কথা নয় সেখানে গিয়ে থামছে সিটি বাস – টেম্পু ও বিভিন্ন গাড়ি ।
এই এলাকায় যানজটের আরেকটি মুল কারন হলো অবৈধ হকার স্থাপনা । ষোলশহর সুপার মার্কেট হতে শুরু করে একেবারে মেওর গোলি পর্যন্ত এই অবৈধ হকার দের দেখা যায় এরা ভ্যান গাড়িতে করে কাঁচা সবজি ও অন্যান্য পন্য বিক্রি করে ।
এক হকার এর সাথে কথা বলে জানা যায় তারা এখানে টাকা দিয়ে বসে ।
প্রতিদিন সন্ধ্যা ৬টায় এই ব্যাস্ত সড়ক টি হয়ে ওঠে আরো ব্যাস্ত , তখন এই কাঁচা বাজার এর ভ্যান গাড়ি ও অবৈধ হকার দের জন্য সাধারণ মানুষকে পড়তে হয় আরো ভোগান্তি তে ।
এই ভোগান্তি এখানেই শেষ নয় : নগরীর ষোলশহরে অবস্থিত এল জি ই ডি ভবনের সামনেই দেখা যায় অবৈধ পার্কিং , এখানে এই বাস গুলোকে সারাদিন দাঁড়িয়ে থাকতে দেখা যায় , যার ফলে রাস্তায় গাড়ি চলাচলের বিঘ্ন ঘটে প্রচুর পরিমাণে ।
আরেকটু সামনে গেলেই দেখা যায় আন্ডার কন্সট্রাকশন এর কাজ চলছে ও তাদের কাজে ব্যাবহার কৃত পিলার গুলো ফেলে রাখা হয়েছে সরাসরি রাস্তার ওপরেই ।
পুরো রাস্তার অর্ধেকে ই দখল করে আছে এই আন্ডার কন্সট্রাকশন এর যন্ত্রপাতি ও ব্যাবহৃত সরঞ্জামাদি তে ।
এ সবই যেন উল্টোটাই হচ্ছে , নো পার্কিং জোন এ পার্কিং হচ্ছে , হচ্ছে রাস্তার ওপর অবৈধভাবে পিলার ও যন্ত্রাংশ ফেলে রাখা , ও হচ্ছে অবৈধভাবে হকার স্থাপন করা ।
এগুলোকে এই এলাকার যানজট সৃষ্টির মুল কারন হিসেবে দেখছেন এই এলাকার সাধারণ জনগণ ।