চট্টগ্রামের নয়াবাজার বিশ্ব রোড , নগরীর ব্যস্ততম ও অন্যতম গুরুত্বপূর্ণ একটি সড়ক ।
এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার কোটি টাকার বানিজ্যিক যান – পরিবহন চলাচল করে , এই সড়ক পি সি রোড বা পোর্ট কানেক্টিং রোড ।
চট্টগ্রাম বন্দর থেকে পোর্ট কানেক্টিং লিংক রোড গেছে সরাসরি বাংলাবাজার, আর এই সড়ক বের হয়েছে সরাসরি সিটি গেট দিয়ে ।
কিন্তু একি বেহাল অবস্থা এই মহা সড়কের !
স্বচোক্ষে দেখলে বিশ্বাস হবে না এমন গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল দশা ।
ভিডিও চিত্র তে দেখা যাচ্ছে অন্তত কয়েকশ গাড়ি আটকে আছে জ্যাম এর কারনে আর এই জ্যাম এর মুল কারন এই সড়ক এর দুরবস্থা ।
এই সড়কের সিটি গেটের দিকে যাওয়ার লেন টি সম্পুর্ন বন্ধ হয়ে আছে সংস্কারের অভাবে।
অন্য লেন দিয়েই চলছে দুই লাইনের গাড়ি , যেন এক পুকুরের মতো পানি জমে আছে এই নয়াবাজার বিশ্বরোড এর মোর ।
স্থানীয় লোকজন বলেন ” এই রাস্তা সংস্কারের জন্য রয়েছে একাধিক ঠিকাদার কোম্পানি রয়েছে , এবং বারংবার বাজেট হওয়ার পরেও গত ৪-৫ বছর ধরে এই অবস্থায় পড়ে আছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন ” গতবছর সিটি মেয়র এর ক্ষমতায়নের অবসান ঘটলে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসক পদে আসেন জনাব খোরশেদ আলম সুজন , তিনি এই সড়ক সরাই পারা হতে শুরু করে নয়াবাজার বিশ্বরোডের আগে পর্যন্ত মাত্র ৩ মাসে যতদূর উন্নয়ন করেছেন তা গত ৪ বছরেও হয়নি , এমন একটি গুরুত্বপূর্ণ পোর্ট কানেক্টিং রোড এর যদি হয় এমন বেহাল দশা হয় তবে জনগণের ভোগান্তির কথা বাদই দিলাম দেশের অর্থনীতির ওপর কতটুকু খারাপ প্রভাব পরছে তা আর মুখে বলতে হয় না ।
তিনি আরো বলেন ” আশেপাশের এলাকাগুলোর উন্নয়ন ঠিকই হচ্ছে শুধু এই মহা সড়কের কোনো উন্নয়ন হচ্ছে না এই কাজ মেয়র মহোদয়ের , তিনি চাইলে এই সড়কের কাজ করাতে পারেন ।
নয়াবাজার বিশ্বরোড এর পুলিশ বক্সের পাশে দেখা যায় আরেক চিত্র যেই পাশের সড়ক সচল রয়েছে সেখানেও রাস্তার অর্ধেকে ই ময়লা আবর্জনা ও রাস্তার ওপর জমে থাকা পানি ও ময়লার স্তূপ ।
এ যেন মগের মুল্লুকে পরিনত হয়েছে ।
কর্তৃপক্ষের সুদৃষ্টি চায় স্থানীয় জনগণ , বৃষ্টি হলেই হয়ে যায় হাঁটু সমান পানি ও জলাবদ্ধতার ভোগান্তির শুরু ।
চট্টগ্রাম কে বাংলাদেশ এর হৃৎপিণ্ড বলা হয় আর দেশের এই হৃৎপিণ্ড ই এখন ক্ষতিগ্রস্ত হয়ে আছে।
এবং চট্টগ্রামের এই রকম মহাসড়কের উপর অনেকটাই নির্ভর করে আছে বাংলাদেশের অর্থনীতির চাকা ।