নোয়াখালী প্রতিনিধি : মোহাম্মদ রনি মিজি আগামী কাল Unicef U16 National Omen’s Football Championship (Talent Hunt)2020-’21 টুনামেন্টএ সেখান থেকে প্রায় ১০০জন মেয়েকে সিলেক্ট করে নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের আতাউর রহমান কলেজ মাঠে চলবে মাস ব্যাপী ক্যাম্প।
সেখান থেকে চূড়ান্ত বাচাই পর্বের মেয়েদের আনা হবে বাফুফের আবাসিক ক্যাম্পে। এতে অংশ নেবে ৮দল এবং এই খেলার অর্থ সহায়তা দিচ্চে জাতী জাতিসংঘের ইউনেসেফ।
আজ বিকালে এই খেলার ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক জানান আমি মাঠ পরিদর্শক করে দেখলাম এই মাঠটা খেলার উপযুক্ত এবং নারী খেলোয়াড়রা ভালোভাবে খেলতে পারবে বলে আমি আশাবাদী।