মহেশ খালি উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম গানে গানে জমজমাট মাতার বাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। মাতার বাড়ী হয়ে উঠল,যেন এক গানের নগরী।
গত ১১ই এপ্রিল মাতার বাড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও,করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ১এপ্রিল সব ধরনের নির্বাচন স্থগিত করে কমিশন।
তারপর ২ই জুন(বুধবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে ইসি সচিব হুমায়ন কবীর প্রথম ধাপে স্থগিত নির্বাচন আগামী ২১জুন অনুষ্ঠিত হওয়ার কথা জানালেও, অনুমতি দেয়নি ভোটের প্রচারণার।তাই এতদিন পর্যন্ত প্রার্থীরা ভোটের প্রচারণা থেকে দূরে ছিল।
গত ৮ জুন(মঙ্গলবার) ভোটের প্রচারণার অনুমতি দিলে মাতার বাড়িতে নেমে আসে ভোটের প্রচারণার জোয়ার।প্রার্থীদের নাম ও প্রতিক নিয়ে মাইকে বাজানো হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী গান।গানে গানে তুলে ধরা হচ্ছে প্রার্থীর আদর্শ ও গুনাগুন। জনগণের ধারে ধারে গিয়ে চাওয়া হচ্ছে দোয়া ও ভোট।
ভোট লড়াইয়ে নামা প্রার্থীরা ও আপামর জনসাধারণ আশাবাদী মাতার বাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। কারণ পূর্বেও মাতার বাড়িতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।