সুনামগঞ্জ প্রতিনিধি: রোকন, তাহিরপুর।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি, টেকেরঘাট, বারেকাটিলা সহ সকল ধরনের পর্যটন এলাকায় জনসমাগমের উপর নিষেধ আজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার (১১ জুন) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবির এই আদেশ জারি করেন।
তাহিরপুর উপজেলা প্রশাসনের কার্যালয়ের সূত্রে জানা যায়, সারাদেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার সব ধরনের পর্যটনের উপর নিষেধ আজ্ঞা জারি করেছে। তারি ধারাবাহিকতায় আজকে তাহিরপুর উপজেলায় পর্যটন এলাকায় ঘুরতে আসে অনেক পর্যটক কিন্তু তাহিরপুর থানা পুলিশের সহায়তায় তাদের কে রাস্তা থেকে ফিরিয়ে দেওয়া হয় এবং কোন পর্যটক বহন না করার জন্য সকল নৌঘাটকে নির্দেশ দেওয়া হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, আমরা আজকে থেকে তাহিরপুরের সকল পর্যটন কেন্দ্রের উপর নিষেধাজ্ঞা জারি করেছি যদি কেউ আইন অমান্য করে পর্যটন এলাকায় ঘুরতে যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।