রাঙ্গামাটি প্রতিনিধি :- শাকিল মন্ডল, আমরা রাজনিতীর উর্ধ্বে, মানবতার সার্থে। শিক্ষাই মুক্তি,শিক্ষাই আলো। এই দুটি স্লোগানকে সামনে রেখে কাল রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় ভূষণছড়া ইউনিয়নে শুভ যাত্রা শুরু করলো ‘শিক্ষা কল্যাণ সংঘ’ নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।
মুলত এলাকার দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে তাদের সুশিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করাই এই সংঘটির মুল উদ্দেশ্য। এছাড়াও রক্তদান কর্মসূচি, গরীবদের আর্থিক সহায়তা, এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন করণসহ বেশ কিছু সমাজসেবার উদ্দ্যেশ্যেই এই সংঘের পথ চলা শুরু হয়েছে।
তকাল ( ১১/৬/২১) রোজ শুক্রবার ‘ভূষণছড়া আইডিয়াল কলেজে’ আলোচনা সভার পর এর শুভ যাত্রা শুরু হয়। এসময় ফুল গ্রহণ করে রঙিন সুতা কেটে সংঘ টির শুভ উদ্বোধন করেন সংঘের প্রতিষ্ঠা সভাপতি মো জালাল ও সাধারণ সম্পাদক আল আমিন।
এসময়ে এলাকার শিক্ষিত জনগোষ্ঠীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বহুদিনের প্রচেষ্টার পর এমন একটি সংঘ সংঘটিত করতে পারায় এলাকার সবাই আনন্দিত ।সংঘের সভাপতি জানান ” আগামী দুই এক দিনের মধ্যেই আমরা আমাদের লক্ষ্য পুরনে কাজ করা শুরু করবো ” সাধারণ সম্পাদক জনাব আল আমিন বলেন “আমরা অবশ্যই সে বিষয়ে খেয়াল রাখবো যাতে এখানে রাজনৈতিক ফায়দা লুটের উদ্দেশ্যে কেও না আসে” এভাবেই এগিয়ে যাক মানবতা,পৃথিবী ফিরে পাক তার সজীবতা।