নোয়াখালীপ্রতিনিধি : মোহাম্মদ রনি মিজি ,নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলা বারগাঁও ইউনিয়নের কাশিপুর আল-হাবিব হাসপাতালের পাশে ছাতারপাইয়া -কাশিপুর রোডে আজ ১২জুন “২০২১ ইং রোজ রোজ শনিবার দুপুর ১২.০০ ঘটিকায় সময় ২টি মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে কালো মোটরসাইকেল আরোহি বারগাঁও গ্রামের নেতা কাশেমের ছেলে সিফাত(২১) অবস্থা আশংকাজনক মাইজদী প্রাইম হাসপাতালে ভর্তি আরেকজন একই গ্রামের বজুমিয়ার ছেলে আতিক (১৮) মোটামুটি সুস্থ আছে । নীল মোটরসাইকেল চালক বেগমগঞ্জ শিকদার হার্টের জামাল (২৫) পায়ের অবস্থা আশংখা জনক।
তথ্য সূত্রে জানা গেছে দুজনেই বেপরোয়া গাড়ি চালানোর ফলে এই দূর্গটনা ঘটে।