এটি কোন শহরের চিত্র নয়। এটি সেনবাগ উপজেলার ১ নং ছাতার পাইয়া বাজারের চিত্র।কিছু দিন আগেও রোড সংস্কারের কাজ হয়ে ছিলো। কিন্তু তখন ড্রেনের কাজটি না করে। এখন আবার বাজারের উপর খোড়া খুড়ি শুরু করে দিয়েছে। এর ফলে বাজারে সব সময় বাজারে জ্যাম লেগে থাকে। জন বহুল এলাকায় এই সব কাজ রাতে বেলায় করতে হয়। কিন্ত নিয়ম কানুনের তাওয়াক্কা না করে তারা তাদের মন মত কাজ করেই যাচ্ছে। কিন্তু এই সব বিষয় দেখার কেউ নেই। ছাতার পাইয়া বাজার একটি প্রপার এলাকার বাজার হয়েও আজ দীর্ঘ ১৫ বছর হবে এই বাজারের কোন মেনেজিং কমিটি নেই। বাজারের নিরাপত্তার কোন নাইট গার্ড নেই। এলাকার যারা জন প্রতিনিধি আছে তারা কয়েক বার বাজার মেনেজিং কমিটির নির্বাচনের কথা বলেও আবার এটাকে এড়িয়ে যায়। এ সব ব্যাপার গুলো উপজেলা নির্বাহী অফিসার কয়েক বার আশ্বস্ত করলেও কিছু দিন। পর আবার তারাই ভুলে যায়। তাই বাজারের সচেতন ব্যাবসায়ী ও নাগরিকদের সুদৃষ্টি কামনা করছি। সবাই সম্মিলত ভাবে উদ্দেগ নিলে বাজারের বিষয় টি র একটি সুরাহ হতে পারে। বলে মনে করেন এলাকার জনগণ।