চট্টগ্রাম নগরীর আতুরার ডিপো এলাকা , পাঁচলাইশ থানাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৭নং ওয়ার্ড এর এই আতুরার ডিপো সড়ক এই ওয়ার্ড এর একটি গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম এলাকা । আশেপাশে রয়েছে মার্কেট , কাঁচা বাজার, ও গার্মেন্ট সহ বিভিন্ন ধরনের কাঁচা মালের আরৎ । কিন্তু গত ৬-৭ মাস ধরে ওয়াসার কাজ চলছে এই আতুরার ডিপোর মোড়ে মহা সড়কটিতে।
এই মহা সড়কে অক্সিজেন হতে মুরাদপুর পর্যন্ত চলে সিটি সার্ভিস বাস ও লেগুনা বা টেম্পু সহ অন্যান্য সকল যানবাহন , আর দুর্ভোগের যায়গা টা পড়েছে একেবারে মাঝখানে ।
চট্টগ্রাম ওয়াসার এই মহাসড়কের খোড়াখুড়ি নতুন কোনো বিষয় নয় , তবে তারা চিন্তা করছে না জনগণের দুর্ভোগ এর কথা । রাতে কাজ করার কথা থাকলেও তারা গত দিনগুলো তে দিনে কাজ করেছে এর ফলে জানযটের সৃষ্টি হয় খুবই খারাপ ভাবে ।
এই জানযট লেগে থাকে রৌফাবাদ হতে শুরু করে একেবারে হামজারবাগ পর্যন্ত ।
আজ সকাল ১১ টার দিকে এই পাসের সড়কটি খুলে দেওয়া হয় , তবে রাস্তা পরিপূর্ণ ভাবে ভরাট না করেই যান চলাচল করতে দেয়া হয়েছে ফলে এবরোখেবরো হয়ে যাচ্ছে রাস্তার মাটি । রাস্তার ওপরে মাটি , বালু , ও কাজে ব্যাবহৃত সরঞ্জামাদি ও বস্তা এভাবেই ফেলে রেখে চলে যায় তারা ।
এ বিষয়ে এক স্থানিয় বাসিন্দার কাছে জানতে চাইলে তিনি বলেন ” গত ৬-৭ মাস ধরে খুবই খারাপ অবস্থার মধ্যে আছি , এক পাশের সড়ক ওয়াসার কাজের জন্য বন্ধ ছিলো ও আরেকপাশের সড়ক দিয়ে দুই লাইনের গাড়ি চলাচল এর ফলে জনগণের ভোগান্তির শেষ নেই । আর আজকে এই পাশের সড়ক খুলে দেওয়া হলেও যথাযথ ভাবে পরিষ্কার করে যায়নি ওয়াসার কর্মচারী রা এর ফলে রাস্তায় অবস্থা আরোও খারাপ হবে ” বলে জানান তিনি । আবহাওয়া অধিদপ্তর বলেছে আগামীকাল থেকে টানা এক সপ্তাহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে , আর এই ব্যাস্ত সড়ক এর যদি হয় এই বেহাল অবস্থা তবে জনগণের ভোগান্তির মাত্রা বেড়ে যাবে দ্বিগুণ ।