বাংলাদেশে আসছেন অস্ট্রিয়া প্রবাসী ‘আলোচিত ও বিতর্কিত’ সেফাত উল্লাহ সেফুদা। আগামী ৩০ জুলাই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার। এক ভিডিও বার্তায় বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন। শনিবার পোস্ট করা ভিডিওতে সেফুদা শুরুতেই বলেন, প্রেম ধর্ম সেরা ধর্ম। বাংলাদেশে আমি আসতাছি। আমি এর মধ্যে জানিয়ে দিয়েছি, কালকে আমি টিকেট বুকিং দিয়েছি। ৩০ জুলাই আমি ঢাকা বিমানবন্দরে অবতরণ করব।
তিনি বলেন, দিস ইজ দি শিডিউল, ওকে। তিন মাস থাকব বাংলাদেশে। তার পর আবার বাংলাদেশ থেকে আমার স্বর্গে ফিরে আসব। দিস ইজ মাই প্ল্যান। এর পর তিনি হাসতে হাসতে ইংরেজিতে বলেন, সেফুদা ইজ কামিং টু বাংলাদেশ। কী অবস্থা, কেমন হবে ব্যাপারটা? এরপর অস্ট্রিয়ার এই প্রবাসী বলেন, ঢাকা বিমানবন্দরে গেলেই অ্যারেস্ট করবে নাকি? তাহলে আমার পিঁপড়া বাহিনী (সমর্থক) কোথায় থাকবে? আমার প্রেম ধর্মের অনুসারীরা কোথায় থাকবে? দেখা যাবে কে কে আমাকে ভালোবাসে?