রাঙ্গামাটি প্রতিনিধি : – শাকিল মন্ডল :
রাঙামাটির জুরাছড়ির লুলাংছড়িতে জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীদের গুলিতে গ্রাম প্রধান কার্বারী নিহত হয়েছে। নিহত কার্বারীর নাম পাত্থুরমনি চাকমা। রোববার (১৩ জুন) রাত ৯ টার দিকে নিজ বাড়ীতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় পাত্থুরমনি মনি চাকমা। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
জুরাছড়ি উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে গ্রাম প্রধান কার্বারী পাত্থুরমনি চাকমা নিজ বাড়ীতে অবস্থান করছিলেন। এ সময় জেএসএস (সন্তু)’র কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তার উপর অতর্কিত হামলা চালায় এবং সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এই হামলায় ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন কার্বারী পাত্থুরমনি চাকমা।
জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আযম জানান, আমরা খবর পেয়েছি। লুলাংছড়ির কার্বারী পাত্থুরমনি চাকমাকে গুলি করা হয়েছে। সে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে বলে স্থানীয়দের সুত্রে জানা গেছে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রওনা হয়েছে। লাশ উদ্ধারের পর ঘটনার বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সংগঠন গুলোর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান হত্যা যজ্ঞ দীর্ঘদিন বন্ধ ছিলো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রাতে রাঙামাটির জুরাছড়ির লুলাংছড়িতে কার্বারীকে গুলি করে হত্যা করে জেএসএস (সন্তু)’র সন্ত্রাসীরা।