কক্সবাজার সদর প্রতিনিধি : সাইফুল ইসলাম আজাদ, মিতালি যুব কল্যাণ সমিতির সম্মানিত কার্যকরি পরিষদের সদস্যদের সম্মতিক্রমে “মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার সুপরিচিত স্লোগান,” গাছ লাগান পরিবেশ বাচান”কে সামনে রেখে কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় মাধুর্যপূর্ণ ও বসবাস যোগ্য পরিবেশ ধরে রাখার জন্য ধার্য্য করা হয় মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি। যেখানে উক্ত কর্মসূচি বাস্তবায়নের জন্য উক্ত সমিতির কার্যকরি পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আজাদ কে প্রধান করে গঠন করা হয় বাস্তবায়ন কমিটি।
আলহামদুলিল্লাহ গ্রহিত উক্ত কর্মসূচি আজ বাস্তবায়ন সম্পূর্ণ হয় বলে জানান বাস্তবায়ন কমিটির প্রধান সাইফুল ইসলাম আজাদ । মিতালীর এই কর্মসূচি দেখে কক্সবাজার জেলা বাসি অনেক খুশি এবং জেলা বাসি ধন্যবাদ জানিয়েছেন জেলা বাসির এই ভালোবাসা দেখে মিতালীর পরিচালক মহোদয় এই রকম দেশ ও সমাজ সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন।