চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে আজ সকাল ১০ টা হতে চলেছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান । এসময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ মোট ৬জন ম্যাজিস্ট্রেট । এসময় আরো উপস্থিত ছিলেন ছলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাউদ্দিন আজিজ । বায়েজিদ লিংক রোড এর অপর পাশের রাস্তার পাশের সিডিএ এর ২০ ফিট যায়গা রয়েছে সেখানে স্থানিয় বাসিন্দারা অবৈধভাবে দোকান ও ঘর তুলে বসবাস করছে অনেক সময় ধরে বারংবার তাদের কে নোটিশ দেয়া হলেও তারা স্থানান্তরিত হয়নি । তাই আজ সকাল থেকেই কয়েকশ পুলিশ ও RAB এর কর্মকর্তারা আগে পরিস্থিতির নিয়ন্ত্রণ করেন ও পরে উচ্ছেদ অভিযান শুরু করেন । উচ্ছেদ এর ব্যাপারে জিজ্ঞেস করলে এক স্থানিয় বাসিন্দা জানান ” গত কয়েকদিন আগে ভারি বর্ষন এর ফলে লিংক রোড এর এক পাশের পাহাড় থেকে মাটি ভেঙে পড়ায় তাৎক্ষনিক ভাবে বন্ধ ঘোষণা করা হয় লিংক রোড , পরে আজকে সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে । এসময় পাহাড়ে ঝুঁকিপূর্ণ ভাবে বসবাসকারীদের হুঁশিয়ারি দেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ।