১৪জুন রোজ সোমবার Unicef U 16 National Omen’s Football championchip (talant Haamnt 2020,2021 টুনামেন্ট এ সেখান থেকে ১০০জন মেয়েকে সিলেক্ট করে নোয়াখালী জেলার বারগাঁও ইউনিয়নের আতাউর রহমান কলেজ মাঠে চলবে মাস ব্যাপি ক্যাম্পে।
উক্ত ক্যাম্পের অনুসরণ হিসেবে আজকের খেলায়,অংশগ্রহণ করেণ মাগুরা জিলা ও ময়মনসিংহ জিলা। উক্ত খেলায় মুগুরা জিলা ৮টি গোল করেন এবং ময়মনসিংহ জিলা করেন ২টি গোল।খলা শেষ হওয়া পর্যন্ত ৬গোল ব্যাবধানে জয় লাভ করেন।
এতে অংশপ্রহণ করে আসছেন ৮দল এবং এর অর্থ সহায়তা দিয়ে আসছেন বাফুফে এবং জাতীসংঘের ইউনিসেফ।
আজকের খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা এ এস পি মাসুদ আলম,সোনাইমুড়ী থানার তদন্ত অসি জওসান আহমেদ, সোনাইমুড়ী প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম,সাংবাদিক মোহাম্মদ রনি মিজি,সাংবাদিক মোহাম্মদ হানিফ ও সাংবাদিক অনুপ সিংহ সহ আরো অনেকে