ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম, চক্ষু রোগীদের সেবা প্রান্তিক পর্যায়ে পৌছে দিতে ময়মনসিংহের ত্রিশালে উদ্ধোধন করা হয়েছে ত্রিশালে আই কেয়ার হাসপাতাল। বুধবার এ হাসপাতালটি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
ত্রিশাল ফৌরসভার মেয়র এবিএম আনিছুজ্জামন ও উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান যৌথ ভাবে উদ্ধোধন করেন।
ত্রিশাল পৌর শহরের পোড়াবাড়ী রোড সংলগ্নে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ত্রিশাল মহিলা কলেজের অধ্যাপক খবিরুজ্জামান, ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফজলুল হক, চক্ষু চিকিৎসক ডা. শাহরিয়ার রাজু, প্যানেল মেয়র-২ মানিক সাইফুল, সমাজসেবক মোশারফ হোসেন, শফিকুল ইসলাম মাস্টার, ত্রিশালে আই কেয়ার হাসপাতালের পরিচালক সাইদুর রহমান সুমন প্রমূখ।