৮ জুন মধ্যরাতে গুলশানের অল কমিউনিটি ক্লাবে প্রবেশ করে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছে ক্লাবটির কর্তৃপক্ষ।
তবে এবিষয়ে থানায় কোন অভিযোগ বা জিডি করেন নি বলে জানান ক্লাবটির প্রেসিডেন্ট কে এম আলমগীর ইকবাল । তিনি বলেন ” ঐদিন রাতে পরীমণি সহ তার কয়েকজন সঙ্গি ক্লাবে প্রবেশ করেন , নির্ধারিত সময় পরে তাদেরকে চলে যেতে বললে অসদাচরণ করেন বলে অভিযোগ করেছেন তিনি । এদিকে পরীমণির অভিযোগ বোট ক্লাবের ঘটনা আড়াল করতেই অল কমিউনিটি ক্লাবের ঘটনা সামনে আনা হচ্ছে , পরিকল্পনা করে তাকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে । বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য ঘটনার শুষ্ঠ তদন্তের কথা বলেন তিনি ।
সি সি টিভির ফুটেজে দেখা যায় রাত দুইটার পরে কিছু সঙ্গি দেরকে নিয়ে অল কমিউনিটি ক্লাবে প্রবেশ করেন পরীমণি রিসিপশন পেড়িয়ে চলে যান ক্লাবের ভেতরে , প্রায় এক ঘন্টা পর পরীমণি কে বেড়িয়ে যেতে দেখা যায় ।
বোট ক্লাবের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পরীমণির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছে অল কমিউনিটি ক্লাব ।
ক্লাবটির প্রেসিডেন্ট কে এম আলমগীর বলেন ” রাত অনেক হয়ে যাওয়ায় আমার স্টাফ রা ওনাদের চলে যেতে বললে ওনারা ক্ষিপ্ত হয়ে ওঠেন ও চেঁচামেচি শুরু করেন , ও উল্টো নিজেরাই ফোন করেন ট্রিপল নাইন এ । এসময় পুলিশের নির্দেশে তাদের চলে যেতে বললে তারা চলে যায় , বলে জানান তিনি ।
এদিকে পরীমণি বলেন ” বোট ক্লাবের ঘটনা কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এমন বিতর্ক সৃষ্টি করা হচ্ছে ।
আর যদি কোনো অপ্রিতিকর ঘটনা আমি ঘটিয়ে থাকি তাহলে এটা ৮ দিন পরে কেন তারা অভিযোগ করছে ।
তিনি আরো বলেন তিনি শুষ্ঠ তদন্ত ও বিচার চান ।