রাজবাড়ী জেলা প্রতিনিধি : এমএম তাজভীর আলমগীর আল আরাফ, মুজিববর্ষ উপলক্ষে সারাদেশের ন্যায় রাজবাড়ীতে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪৩০টি ঘর হস্তান্তরের উদ্বোধন উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জানানো হয় যে , আগামী ২০ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপকার ভোগী পরিবার গুলোর মাঝে গৃহ হস্তান্তর কার্যক্রামের শুভ উদ্বোধন করবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলার ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।