তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি :রোকন উদ্দিন, নামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে নৌকা ডুবিতে হাসিবুল মিয়া নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছে। শুক্রবার(১৮ জুন) বিকেল ৩টার সময় উপজেলার সীমান্তবর্তী নদী যাদুকাটার বড়টেক এলাকায় ঘটনাটি ঘটে।
নিখোঁজের ঘটনায় জিয়াউল হক(৯) ও সাইফুল মিয়া(৫) নামক দুই শিশু কে উদ্ধার করে জাদুকাটা নদীতে অবস্থানরত পর্যটকবাহী নৌকায় থাকা পর্যটকগন। নিখোঁজ হাসিবুল উপজেলা বাদাঘাট ইউনিয়ন ঘাগটিয়া চকবাজার গ্রামের আক্কাস আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, উপজেলার যাদুকাটা নদীতে পাহাড়ী ঢলে সাথে ভেসে আসা লাকড়ী কুড়াতে দুপুরে বড়টেক এলাকা সামনে যায় হাসিবুল ও তার সম্পর্কে শালা জিয়াউল হক ও আরিফুল কে নিয়ে। তারা দীর্ঘ সময় ধরে লাকড়ী কোড়িয়ে বিকেল তিনটার সময় বাড়ি ফিরে আসার সময় লাকড়ী বোঝাই নৌকা ডুবে যায়। এসময় যাদুকাটা নদীতে থাকা পর্যটকদের নৌকায় থাকা পর্যটকরা দুশিশুকে উদ্ধার করলেও হাসিবুল নিখোঁজ রয়েছে।
নিখোঁজের খবর পেয়ে সুনামগঞ্জ থেকে সন্ধ্যা ৭টায় ডুবুরি দল এসে উদ্ধার তৎপরাতা চালাচ্ছে।তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ তরফদার গণমাধ্যমকে নিখোঁজের ঘটনার সত্যতা নিশ্চিত