চট্টগ্রামের কর্নফুলি থানাধীন মৈজ্জারটেক এলাকায় বিআরটিসি বাস ও মিনিবাস সংঘর্ষে নিহত ১০ এর অধিক ও ও আহত হয়েছেন ২৩ এর অধিক মানুষ ।
স্থানীয়দের ভাষ্যমতে বিআরটিসি বাস ও এর বেপরোয়া গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে। এসময় এক্সিডেন্ট এর স্পট থেকে জানা যায় মিনি বাসটি ইউটার্ন করার সময় বিআরটিসি বাসটি সজোরে আঘাত করলে ঐ স্থানেই মারা যায় ৫ এর অধিক মানুষ ও পরবর্তীতে গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে মারা যায় ৫ জন ।
গতকাল শুক্রবার বেলা ৩ টায় এ ঘটনা ঘটে । এসময় স্থানীয় এক ব্যাক্তি বিআরটিসি বাস চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোকে দোষারোপ করেন ।
বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিরুদ্ধে সরকারি ও বেসরকারি অনেক পদক্ষেপ। কিন্তু এই বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক নিজে ও বিপদে ফেলছেন যাত্রিদের ও ।
আর বিআরটিসির নিজস্ব চালকরাই যদি হয় এমন তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে ।