মহেশ খালি উপজেলা প্রতিনিধিঃ আবুল কাশেম,
কক্সবাজার জেলার,মহেশখালী উপজেলার,হোয়ানক ইউনিয়নের হরিয়ার ছড়া গ্রামে আজ শনিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে পাহাড় ধসে এক কিশোরের প্রাণহানি হয়েছে। মৃত্যু হওয়া কিশোরের নাম জোনাইদ (১১)। তিনি হরিয়ার ছড়া পূর্ব পাড়া স্থানীয় বাসিন্দা গিয়াস উদ্দিনের পুত্র। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, সকালে মক্তবের পড়া শেষে সহপাঠীদের সাথে পাশবর্তী পাহাড়ের চুড়ায় খেলা করতে যায় এবং খেলা শেষে পাহাড় থেকে দৌড়ে নিচে নামার সময় পাহাড় ভেঙ্গে কিশোরটির শরীরে মাটি ছাপা পড়লে,ঘটনাস্থলে তার মৃত্যু হয়।