রাজবাড়ী জেলা প্রতিনিধি : এম এম তাজভীর আলমগীর আল আরাফ,
রাজবাড়ী পাংশা উপজেলায়, কলি মহর থেকে এক কেজি গাঁজাসহ মোঃ বাচ্চু মন্ডল কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত মোঃ বাচ্চু মন্ডল পাংশা উপজেলায়,কেওয়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে। জেলা ডিবি পুলিশের এসআই মিঠু ফকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে তার নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় কলিমহরের ভূমি অফিসের সামনে অভিযান চালিয়ে মোঃ বাচ্চু নামের ব্যক্তিকে এক কেজি গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৩০ হাজার টাকা। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।