তাহিরপুর প্রতিনিধী : রোকন উদ্দিন,তাহিরপুর প্রতিনিধী।সুনামঞ্জের তাহিরপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষে ৭৬টি গৃহহীন পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার ঘর ও ঘরের দলিল হস্থান্তর করা হয়। রবিবার (২০ জুন) ১১টায় ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে গৃহহীন দের মধ্যে ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উপজেলা বঙ্গবন্ধু কর্ণার থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আবু মো. শাফি,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন, সোনালী ব্যাংক ব্যবস্থাপক আব্দুল গফুর প্রমুখ।