চট্টগ্রামের আগ্রাবাদ এর শেখ মুজিব রোড এর বেহাল অবস্থা । ব্যাস্ত সড়কেই যানচলাচল বন্ধ করে চলছে উন্নয়নের কাজ , ফলে জানযটের সৃষ্টি হচ্ছে খুবই খারাপভাবে । তবে এই উন্নয়ন হচ্ছে শুধু ইটের টুকড়ো দিয়ে তা ও আবার রাস্তার মুল ভাঙ্গা অংশগুলোতে। তার ওপর পাশেই তৈরি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে তাই রাস্তার অর্ধেক ই এখন সেই এক্সপ্রেসওয়ের বাউন্ডারির দখলে । এই বিষয়ে ডেফোডিল ইন্সটিটিউট অব আই.টি চিটাগাং এর ডেপুটি ডিরেক্টর মোঃ সাহাদাত হোসেন বলেন ” রাস্তার কাজ বাদ রেখে ফ্লাইওভারের কাজ করাটা যুক্তি সংগত নয় , আর ফুটপাত তো নেই বললেই চলে তখন ।
তখন তিনি তার ক্যাম্পাসের সামনের রাস্তার বেহাল দশার কথা ও জানান । এসময় রাস্তার বেহাল দশা তুলে ধরা হয় সংবাদ জগৎ এর ক্যামেরায় । স্থানীয় লোকেরা জানিয়েছেন ” যত দ্রুত এই রাস্তার সংস্কার এর কাজ সম্পন্ন করা সম্ভব তত জলদি সম্পন্ন করলে জনদুর্ভোগ কিছুটা কমবে । এসময় এই ভোগান্তিতে পড়তে দেখা যায় এক এম্বুলেন্স কে ও তবে কর্তৃপক্ষ অতিসত্বর এই সংস্কার এর কাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ।