চট্টগ্রামের শাহ আমানত সেতু ( কর্নফুলি ব্রিজ ) মোড়ে শহিদ এন এম জে নোমান ডিগ্রি কলেজ রোড এ আমের আরৎ এ অগ্নিকাণ্ড ঘটেছে ক্ষয়ক্ষতি হয়েছে কোটি টাকার। স্থানীয় সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডের সূত্রপাত ছিল চায়ের দোকানে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরোন হয়ে। বিশ্ফোরিত আগুনের শিখা ছড়িয়ে পরে পাশের আমের আরতে। তিনটা গোডাউন মিলে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার আম নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন আরতদাররা। এ সময় ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট দীর্ঘ ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পাশের চায়ের দোকান; যেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে সেই দোকানদার জানিয়েছেন তার নিজের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৭,৮ লাখ টাকার। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় লোকেরা