মহেশখালি উপজেলা প্রতিনিধি: আবুল কাশেম, পানির সাথে যুদ্ধ করে বেঁচে আছে কক্সবাজার জেলার,মহেশ খালি উপজেলার,মাতার বাড়ি ও ধলঘাটা ইউনিয়নের মানুষ।বর্ষা আসলে পানির সাথে যুদ্ধটা আরো তীব্র হয়ে ওঠে। আজ ২১ই জুন (সোমবার) রাত ১০ ঘটিকার সময় মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের বেগুনিয়া পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ শাকিল (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মোহাম্মদ শাকিল (৬) ঐ গ্রামের স্থায়ী বাসিন্দা জনাব,মোহাম্মদ ছলিম উল্লাহ্ এর পুত্র।পরিবার সূত্রে জানা যায়, রাতে ভাত খাওয়ার জন্য মা শিশুকে খোঁজ করলে শিশুটিকে খুঁজে পাওয়া যায় না! অনেক খোঁজাখুজির পর বাড়ির পুকুরে তার লাশ ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।