নিউজ ডেস্ক : বাংলাদেশ সময় মঙ্গলবার সকালে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শেষ আটে পা রাখা নিশ্চিত করে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়েই আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে হাভিয়ের মাসচেরানোকে স্পর্শ করেন মেসি। দুজনেরই ম্যাচ এখন ১৪৭টি।
টুর্নামেন্টে নিজেদের আগের দুই ম্যাচের মতো এ দিনও পুরো ম্যাচ খেলেন মেসি। যথারীতি মাঠে দারুণ সক্রিয় ছিলেন তিনি। ম্যাচে তার চেয়ে বেশিবার বলে স্পর্শ করেন কেবল ডিফেন্ডার নাউয়েল মোলিনা। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ৬৬ বার বলে স্পর্শ ছিল মেসির, যা ছিল দলের সর্বোচ্চ। পরের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ছিল ৭৮ বার, এবার যৌথভাবে দলের সর্বোচ্চ রদ্রিগো দে পলের সঙ্গে।
সব মিলিয়ে মেসির শরীরের ওপর দিয়ে ধকল যাচ্ছে অনেক। দলের সেরা তারকাকে বিশ্রাম দেওয়ার ভাবনা তাই এসেছিল স্কালোনির। কিন্তু কেন পারেননি, সেই কারণ কোচ জানালেন ম্যাচ শেষে।