এম এম তাজভীর আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা সংবাদদাতা,
লকডাউনে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসাবে পরিিচত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ থাকবে লঞ্চ চলাচল।করোনা সংক্রমণের হাড় বেড়ে যাওয়ায় আগামীকাল ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত রাজবাড়ী, মানিকগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ লকডাউন ঘোষনা করেছে সরকার। ফলে এসব জেলা সমুহে জনসাধারণ চলাচলসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।