রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধীঃ
সুনামগঞ্জের তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে করোনা প্রাদুর্ভাবের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ ছাড়া বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খাঁনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আলী মুর্তজা, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন ও দপ্তর সম্পাদক ও প্রেশ ক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সুষেন বর্মন, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক কবিন্দ্র চন্দ, যুবলীগ নেতা আবুল কাশেম, শাজিদ মিয়া, ছাত্রলীগ নেতা রাজন চন্দ, ইমন আহম্মেদ প্রমুখ