তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন,নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইতিমধ্যে ইউপি নির্বাচন কে ঘিরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। এ ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও প্রতিটি গ্রামের চায়ের দোকানে-দোকানে বইছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চুলছেরা বিশ্লেষণ। নড়েচড়ে উঠেছে চেয়ারম্যান ও মেম্বার পদের সম্ভাব্য প্রার্থীরা। তাদের মধ্যে অনেকেই আগাম প্রচার প্রচারণা শুরু করে দিয়েছেন। দলীয় নেতাকর্মী ও ভোটারদের সমর্থন আদায়ের লক্ষ্যে ব্যানার, ফেস্টুন ও চা-চক্রের মাধ্যমে নিজেদের জানান দিচ্ছেন অনেকেই। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও সমানতালে চলছে প্রচার-প্রচারণা। দলীয় সমর্থন পেতে এবার তৃনমুল থেকে কেন্দ্র পর্যন্ত চলছে তদবির ,দলীয় কার্যালয় হয়ে উঠেছে সরগরম।এবারের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন এমনটাই জানালেন তৃনমুল নেতা কর্মী সমর্থকেরা,বালিজুরি ইউনিয়ন যুবলীগের ত্যাগী নির্যাতিত সভাপতি জনাব জিয়াউদ্দিন বলেন বালিজুরি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন অতীতের ন্যায় বর্তমানেও ঐক্যবদ্ধ, বালিজুরি ইউনিয়ন কে সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করতে হলে আতাউর রহমানের বিকল্প নেই তাই উপজেলা, জেলা,ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ কে অনুরুধ করব উন্নয়নের প্রতিক নৌকা প্রতিক জনাব আতাউর রহমান কে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। অন্যদিকে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বি এনপি কেন্দ্রীয় ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ না করায় দলের নেতা কর্মীরা সিদ্ধান্তহিনতায় ভুগছেন, যুবদল নেতা দিল মাহমুদের সাথে কথা বল্লে ওনি বলেন দল যেহেতু নির্বাচনে অংশগ্রহন করবেনা সেহেতু আমরা নিরব ভুমিকা পালন করছি দল যে সিদ্ধান্ত দিবে সেই মুতাবেক আমরা কাজ করব।বালিজুরি ইউনিয়নের
মেন্জারগাও গ্রামের সৌদি প্রবাশী জনাব মশিউর রহমান জানান, আতাউর রহমান থ্রিটার্ম বালিজুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন ওনারদ্বারা এই ইউনিয়নের স্কুল,, মাদ্রাসা, মসজিদ, মন্দির, রাস্তাঘাট,স্যানিটেশন,সা্স্থসহ সকল কিছুর উন্নয়ন হয়েছে ওনার হাত ধরেই, কিন্তুু পরিতাপের বিষয় হল বিগত ২০১৬ সালের নির্বাচনে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে সামান্য ভোটে ওনাকে পরাজয় বরন করতে হয়েছিল,আমরা শুনি সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু বিগত পাঁচ টি বৎসর বালিজুরি ইউনিয়ন এর দৃশ্যমান কোন উন্নয়ন চোখে পরেনি অসহায় মানুষদের প্রতি পদে পদে বিড়ম্বনার সিকার হতে হযেছে,আমরা এবার এই ইউনিয়নের উন্নয়নের সার্থে,সন্ত্রাস চাদাবাজ মুক্ত বালিজুরি ইউনিয়ন গড়ার লক্ষে এবার আতাউর রহমানকেই বেচে নিবে এলাকার জনগন।এবারের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুজ জহুর তালুকদার প্রতিদন্তিতা করবেন ওনি বলেন বিগত পাঁচটি বৎসর মানুষের উন্নয়নে আমি কাজ করেছি আমার অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য জনগন আমাকে পুনরায় নির্বাচিত করবে।সম্বাভ্য চেয়ারম্যান প্রার্থী জনাব আতাউর রহমান বলেন, অবহেলিত বালিজুরি ইউনিয়নকে আধুনিকায়ন ও একটি শিক্ষা নির্ভর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে,দলীয় সমর্থনের শতভাগ আশাবাদী, আমি বিশ্বাস করি দল আমাকে অতিতের ন্যায় এবারও উন্নয়নের প্রতিক নৌকা প্রতিক দিয়ে বালিজুরি ইউনিয়ন বাসির সেবা করার সুযোগ করে দিবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।