মহেশখালী উপজেলা প্রতিনিধি : আবুল কাশেম, বিশ্বের বৃহত্তম প্রকল্পের মধ্যে অন্যতম মাতার বাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্প।মাতার বাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কাজ করে বিভিন্ন দেশের বড় বড় কোম্পানি পেন্টা,হোন্ডাই,পুসকো,সুমিতমো সহ আরো অনেক কোম্পানি।
এই প্রকল্পে স্থানীয় শ্রমিকদের কাজ না দিয়ে দালালেরা নিয়ে আসে বহিরাগত শ্রমিক। যার কারণে স্থানীয়রা পাচ্ছেনা কয়লা বিদুৎপ্রকল্পে কোনো চাকরি।তাই স্থানীয় শ্রমিকরা অনেক কষ্টে দিন কাটাচ্ছে।আজকেও বহিরাগত শ্রমিক নিয়ে এসেছিল দালাল চক্র।দালাল চক্রদের মাধ্যমে নিয়ে আসা ২০জন বহিরাগত শ্রমিকদের আটক করা হয়েছে।
আজ ২৬ জুন (শনিবার) সকাল ৮ ঘটিকার সময় মাতার বাড়ী আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র লীগের বিপ্লবী সভাপতি,ছাত্র জনতার প্রিয় মুখ মোঃ তানজীদুল করিম,ছাত্র জনতার অহংকার মহিউদ্দিন ও সাইদুল ইসলাম নিরব,মাতার কয়লা বিদ্যুৎকেন্দ্রের ১নং গেইট এলাকা থেকে তাদেরকে আটক করে।এসময় তাদের সঙ্গে ছিলেন স্থানীয় আরো অনেক সাধারণ মানুষ।এসময় কে বা কারা তাদেরকে নিয়ে এসেছে তা জানতে চাইলেও তারা নাম প্রকাশ করেনি।
ই প্রকল্পের জন্য মাতার বাড়ী মানুষ ছেড়ে দিয়েছে তাদের অনেক জমিজমা!যে জমি গুলোতে লবণ ও মাছ চাষ করতে আয় করতো লক্ষ লক্ষ টাকা।মাননীয় প্রধানমন্ত্রীর কথায় মাতার বাড়ীর মানুষেরা তাদের এই জমি গুলো ছেড়ে দিয়েছে দেশের উন্নয়নের দিকে লক্ষ রেখে।কিন্তু যাদের সবকিছু চলে গেছে তারা পাচ্ছেনা মাতার বাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে কোনো চাকরী।এর আগেও অনেকবার বহিরাগত শ্রমিকদের আটক করা হয়েছিল।তারপরও দালালরা কলাকৌশলের মাধ্যমে বহিরাগত শ্রমিক নিয়ে আসে।