1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
তাহিরপুরে জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন - Songbadjogot.com
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

তাহিরপুরে জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন

রোকন উদ্দিন তাহিরপুর
  • আপডেটের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ১৮২ বার ভিউ

তাহিরপুরে জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনঃরোকন উদ্দিন তাহিরপুর।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের অনুমতির জন্য পরিদর্শন করেছেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরিদর্শক মুইনুল হোসেনসহ সহকারী বিদ্যালয় পরিদর্শক জাহাঙ্গীর আলম।

শনিবার (২৬ জুন) সকাল ১১টায় জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বোরহান উদ্দিন জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল,আনোয়ার পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিষ রায়, , তাহিরপুর প্রেশ ক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সদস্য মেহেদী হাসান উজ্জ্বল বাবরুল হাসান বাবলু,

পরিদর্শনকালে জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম সুবল পরিদর্শক দলকে বলেন, তাহিরপুর উপজেলা সদরে একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা খুবই জরুরী। সদরে একটি সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে সেখানে ষষ্ট শ্রেণিতে সরকারী নিয়ম অনুযায়ী একশত ছাত্র/ছাত্রী ভর্তি করা যায়। ভর্তির সময় আবেদন জমা পড়ে প্রায় ৭ থেকে ৮শত। এর মধ্যে দেড় শতাধিক ছাত্রী ষষ্ট শ্রেণীতে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ভর্তি হতে পারে। অতিরিক্ত ৪/৫শত ছাত্র ছাত্রী নিরুপায় হয়ে পার্শ্ববর্তী বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর উচ্চ বিদ্যালয় কিংবা দুরের কোথাও গিয়ে অনেকটা বাদ্য হয়ে ছেলেমেয়েদের লেখাপড়া করাতে হয়। এর মধ্যে দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা টাকা পয়সা ও সুযোগ সুবিধার অভাবে লেখাপড়া থেকে ঝড়ে পড়ে যায়। সবদিক বিবেচনা করে জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়া এলাকাবাসীর প্রাণের দাবী

সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মইনুল হোসেন বলেন, ‘আশপাশের বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে কথা বলে জানতে পেরেছি তাহিরপুর উপজেলা সদরে আর ও একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়োজন। জাহানারা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি শনির হাওরের পাশে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত। ছাত্র-ছাত্রীর সংখ্যাও পর্যাপ্ত পরিমাণ রয়েছে বলে উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর