ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম, করোনার ভয়াবহ অবস্থা বিরাজ করছে ময়মনসিংহে। ময়মনসিংহে গত ২৪ ঘন্টায় আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলার সদর ও ভালুকা উপজেলায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। এভাবে লাফিয়ে লাফিয়ে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পেলে হাসপাতালে অক্সিজেন সংকট দেখা দিতে পারে বলেও শঙ্কা প্রকাশ করছে কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১২৯ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ৪৪ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৫ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলার করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরেই ৭৫জন, নান্দাইলে ৪জন, গৌরীপুরে ৫জন, মুক্তাগাছায় ২জন, ফুলবাড়িয়া ১জন, ত্রিশালে ৬জন, ভালুকায় ৩০জন ও গফরগাঁওয়ে ৬জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৭৪৬৬জন ও মারা গেছেন ৮১ জন।