তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী তাহিরপুর আওয়ামী লীগের সভাপতির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ ২৭ শে জুন দুপুর ১২টায় উপজেলা সিমান্ত শ্রীপুর উত্তর ইউনিয়নে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কর্মৃ সমর্থকদের নিয়ে বিভিন্ন প্রজাতির প্রায় ১২০০ শত গাছের চারা লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব আবুল হুসেন খান।
বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষ্যে জনাব আবুল হুসেন খান বলেন
জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হল বৃক্ষ নিধন। একটি দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকার কথা থাকলেও আমাদের দেশে আছে মাত্র ১৬ ভাগ। যেটুকু আছে তা-ও ধীরে ধীরে উজাড় হয়ে যাচ্ছে। এর মূল কারণ অপরিকল্পিতভাবে কলকারখানা তৈরি ,বিভিন্ন প্রতিষ্ঠান আর বসতবাড়ি নির্মাণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিকল্পিত স্থাপনা নির্মাণের পাশাপাশি আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।আমাদের দেশে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, ঝড়, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এখন আমাদের নিত্যসঙ্গী। এসব দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে বৃক্ষরোপণসহ নানা পদক্ষেপ গ্রহণের ব্যাপারে আমাদের এখনই সজাগ হতে হবে।