এম এম তাজভীর আলমগীর আল আরাফ
রাজবাড়ী জেলা সংবাদদাতা।রাজবাড়ী সদর উপজেলা , ৭নং শহীদ ওহাবপুর ইউনিয়নে, বড়নুরপুর ৯নং ওর্য়াডে জমি জমা বিরোধ নিয়ে মোঃরাসেল সরদার এর বাড়ীতে এসে প্রতিপক্ষ বাড়িঘর ভাংচুর ও রান্না ঘরে আগুন জ্বালিয়ে দেয়।
জানাযায়, বাড়ীর মালিক, মৃত মোঃ মকিম সরদারের ছেলে মোঃ রাসেল সরদার।বেশ কয়েক বছর ধরে জমি জমা বিরোধ নিয়ে কয়েক বার মিমাংসা জন্য বসলেও কোন কোন কাজে আসছে না। তিনি জানান, সকাল এগারোটা দিকে জমি জমা বিরোধ নিয়ে, ৮থেকে ১০জন পুরুষ ও নারী হাতে দা কোরাল, লাঠীশোটা নিয়ে, আমার ঘর ভাংচুর ও পাশের রান্না করে আগুন দরিয়ে দেয়।এবং আমার কিছু গাছ কেটে নেয়,এবং পুকুরের মাছ মেরে নিয়ে যায়।
স্থানীয় সৃএে জানা যায় মোছাঃ আসমা বেগম বলেন, সকাল এগারোটা সময় মোঃ রাসেল সরদারের বাড়ীতে উচ্চ কন্ঠে ও চিৎকার আয়াজ পাই, সেখানে উপস্থিত হয়ে তেখতে পাই, মোঃ মফি সেক, মোঃ নাজিম সেক, মোঃ মমিন সেক,বেলায়েত, মোঃ প্রিয়া বেগম সহ বেশ কিছু লোক এসে তারা কোন কিছুই না বলে, দা, শাপল, কোরাল, এবং লাটি শোটা নিয়ে ঘর ভাংচুর করে, পাশের রান্নাঘর আগুন জ্বালিয়ে দেয়, এতে সব আগুনে পুরে যায়। এবং নিজ জমির গাছ কেটে ও মাছ গুলো মেরে নেয়।
এ বিষয় নিয়ে, রাজবাড়ী জেলার জাতীয় সংসদ সদস্য ও রাজবাড়ী ১আসনের মাননীয় এমপি মহদয়,জনাব কাজী কেরামত আলী এর সম্মতি ক্রমে , ও রাজবাড়ী সদর থানায় ওসি মহদয়ের প্রচেষ্টায়, যেন দুরত্ব দুপক্ষের সমাধান করা যায়। এর লক্ষে প্রচেষ্টা চালাচ্ছি ।