ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি : নজরুল ইসলাম, করোনা ভাইরাস রোধে সরকার কতৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে দোকানের ভেতরে বসিয়ে খাওয়ানোর অভিযোগে আজ বেলা ৪ টায় নতুনবাজার ও গাঙ্গিনারপাড়
এলাকার তিন রেঁস্তোরাকে ৩টি মামলায় ৩ হাজার
টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তিনি মাস্ক বিতরণ করেন এবং মাস্ক পরিধানে জনসাধারণকে সচেতন করেন।
তিনি জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত বিধিসমূহ নিশ্চিতে কাজ করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো জানান, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করে নতুন ১২২ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ৮৬ শতাংশ। এছাড়াও গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে।