তাহিরপুর,প্রতিনিধি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দঃ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক জনাব প্রশান্ত কুমার তালুকদারকে, পুর্ব পরিকল্পনা অনুসারে তাহিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা কাজল দাস কর্তৃক মারধরের শিকার হন।শ্রীপুর দঃ ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত পরিদর্শক প্রশান্ত কুমার তালুকদার বলেন আমার ইউনিয়নে কোন মাঠ কর্মী না থাকায় আমাকে একাই সকল দায়িত্ব পালন করতে হয়।আমি প্রতিদিনের ন্যায় আজও তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমার অফিসে বসে কাজ করছিলাম। আমার কর্ম এলাকার শাহ গন্জ গ্রাম হতে এক গর্ভবতী মহিলা আসে আমার কাছে তার গর্ভভতী কালিন ভাতার ফর্ম পুরন করে দেওয়ার জন্য।আমি ঐ মহিলার ফর্ম পুরন করে দেওয়ার সময় শুনা যাচ্ছে নিরাপত্তা প্রহরীর দায়িত্বে থাকা কাজল আমার বিরুদ্ধে মহিলাদের নিকট বাজে মন্তব্য করছে।আমি তাকে ডেকে বল্লাম তুমি আমার বিরুদ্ধে বাজে মন্তব্য করছ কেন? এই কথা বলার পর সে আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে অফিস থেকে বের হলে মারাার জন্য হুমকি প্রদর্শন করে।আমার কাজ শেষ করে যখন বাড়ির উদ্দেশ্যে বের হযে হাসপাতালের গেইটের সামনে আসলে কাজল ও সজলের নেতৃত্বে আরও চার পাঁচজন সন্ত্রাসি আমাকে হত্যার উদ্দেশ্য ধারালো অস্রদিযে আঘাত করে ফেলে রেখে যায়।
পরে আশেপাশের মানুষ উদ্বার করে আমাকে হাসপাতালে ভর্তি করে, অবস্থার অবনতি হলে কর্তব্য রত চিকিৎসক সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।নিরাপত্তা প্রহড়ীর দায়িত্বে থাকা কাজল বলেন প্রশান্ত কুমার তালুকদার অসহায় মহিলাদের নিকট হতে গর্ভবতী কালিন ভাতা ফর্ম পুরন করার নামে বিভিন্ন মহিলাদের নিকট হতে ১২০০,থেকে ১৫০০ টাকা করে নেয় আমি তার প্রতিবাদ করায় আমার মা বাবা তুলে অকথ্য ভাষায় গালি গালাজ করে আমি উনাকে কিছু না বলে আমার স্যার জনাব জসিম উদ্দিন কে বিষয় টি অবগত করি।তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত TFPO জনাব জসিম উদ্দিন বলেন কাজল আমার কাছে এসে বিচার দেয় তাকে প্রশান্ত কুমার তালুকদার সাহেব মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আমি বল্লাম বিষয় টা আমি দেখব, তখন সে চলে যায়, তার ১৫থেকে ২০ মিনিট পরে আমার কাছে খবর আসে কে বা কাহারা প্রশান্ত বাবুকে মারধর করেছে শুনেছি সেখানে কাজল উপস্থিত ছিলনা, আমার প্রশাসনের ভিতরের বিষয় টা হয়থ মিমাংসা করতে পারব কিন্তুু বহিরাগত কে বা কাহারা থাকে মারধর করেছে সেটা আইনগত ভাবে ব্যাবস্থা নিবে।