রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল, ১জুলাই/২১ইং বরকল উপজেলায় ভূষনছড়া ইউনিয়নে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছেন (১২বিজিবি)।বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেও লকডাউন বাস্তবায়নে বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নে বিভিন্ন স্থানে টহল, সচেতন করতে প্রচারণা চলছে।
উক্ত এলাকার বাজারে প্রবেশের প্রধান রাস্তা ঘাট গুলোতে রয়েছে বিজিবি চেক পোষ্ট। বিধি- নিষিধ অমান্য করলে রয়েছে জরিমানা।বরকল উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুয়েল রানা জানান,‘ লকডাউন বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সকলকে সচেতন ও বিধি নিষেধ পালনের আহব্বান করেন।