তাহিরপুর (সুনামগঞ্জ) : রোকন উদ্দিন, তাহিরপুর উপজেলায় কঠোর লকডাউন বাস্তবায়নে ও স্বাস্থ্যবিধি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০১ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় প্রায় ১২ জনকে ১২ হাজার ৪,শ টাকা জরিমানা করা হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির অভিযান পরিচালনা করে এসব জরিমানা আদায় করেন। এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল লতিফ তরফদার। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হান কবির বলেন, হাওরবেষ্ঠিত তাহিরপুর উপজেলার মানুষজনের মাঝে এখনও জনসচেতনা সৃষ্টি হয়নি। তবে আমরা প্রতিদিন অভিযান পরিচালনা করে মানুষকে সচেতনের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জরিমানাও আদায় করছি ।তাহিরপুর থানা অফিসার ইনচার্জ জনাব আব্দুল লতিফ তরফদার বলেন সরকার লক ডাউন ঘোষনা করেছে জনগন যাতে নিরাপদ থাকে।
আমরা মানুষকে সচেতন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমরা হাওর এলাকায় বিভিন্ন বাজারে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যারা বিধি নিষেধ লঙ্ঘন করছে তাদের কে জরিমানা করা হচ্ছে। আমরা সকল জনগনকে বলব আপনারা ঘরের বাহিরে যাবেন না, আপনারা মাক্স পরিধান করোন, নিজে নিরাপদ থাকুন, আপনার পরিবারকে নিরাপদ রাখুন।